Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিস পরিচিতি

উপজেলারসকল জলাশয়কে আধুনিক মাছ চাষের আওতায় আনা, মৎস্য প্রযুক্তি ব্যবহারেরমাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদ সংরক্ষণও জীববৈচিত্র্য রক্ষা, মানুষের প্রানিজ আমিষের চাহিদাপূরণ এবং মাৎস্য রফতানি বৃদ্ধি করারউদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিন মৎস্য অধিদপ্তরেরনিয়ন্ত্রাধীন প্রতিটি উপজেলায় ১টি করে উপজেলা মৎস্য অফিস রয়েছে।

দপ্তরপ্রধানেরপদবী:

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা/উপজেলা মৎস্য কর্মকর্তা

কার্যক্রম

উপজেলামৎস্য অফিসের উলেস্নখযোগ্য কার্যক্রম গুলিরমধ্যে রয়েছে মৎস্য বিষয়কপ্রযুক্তি ও সমস্যার পরামর্শ প্রদান, মৎস্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষনপ্রদান, মৎস্য পূর্ণবাসন এবং উপকরণ বিতরণ, মৎস্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীস্থাপন, ঋণ প্রদান, পোনামাছ অবমুক্তি, বিলনার্সরী স্থাপন, মৎস্যআইনপ্রয়োগইত্যাদি।